রবি মিয়া, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এ বছর মাঠে নেমেছে সবুজের হাসি। অনুকূল আবহাওয়া ও কৃষি অফিসের নিয়মিত সহায়তায় কৃষকরা এখন আমন ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।
উপজেলা কৃষি অফিসার আস-আয়াত বিন খলিল রাহাত তিনি বলেন, এ মৌসুমে ৫ হাজার ২৭০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্য ধরা হয়েছিল। এর মধ্যে ৫ হাজার ১২০ হেক্টর জমিতে চাষাবাদ সম্পন্ন হয়েছে।
মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উচ্চ ফলনশীল জাতের ধান ও সরিষা চাষে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি দেওয়া হচ্ছে সার, বীজ ও প্রযুক্তিগত সহায়তা।
উপজেলার কৃষকরা জানান,সময়ে বীজ ও সার পেয়েছি। কৃষি অফিসের পরামর্শে চাষ করতে পেরে এবার আমরা আগের চেয়ে অনেক বেশি আশাবাদী।
কৃষি বিশ্লেষকরা মনে করছেন, কৃষি উন্নয়নে ধারাবাহিক সরকারি সহায়তা, আধুনিক বাজার ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল নতুন জাতের ধান জরুরি। পাশাপাশি সেচ ব্যবস্থা ও সংরক্ষণাগার বাড়ানো গেলে কৃষি খাত আরও শক্তিশালী হবে।
প্রকৃতির অনুকূল আবহাওয়া আর কৃষি অফিসের নিবিড় সহযোগিতায় ধর্মপাশার কৃষকরা এবার আমন মৌসুমে সোনালি ধানের স্বপ্ন পূরণের অপেক্ষায়।