তরুণদের খেলাধূলা ও সামাজিক কাজে ভূমিকা রাখবে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তরুণদের খেলাধূলা ও সামাজিক কাজসহ সকল ভালো কাজে অংশগ্রহণ করে উদাহরণ তৈরি করতে পারবে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের তরুণরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মনোরম গ্রামে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, লালমনিরহাট জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহম্মেদ লিমন, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হালিম চাঁদ, আব্দুল ওহাব মন্ডল প্রমুখ। এ সময় ইয়ং স্টার স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ভালো খেলাধূলার মাধ্যমে এই অঞ্চলের তরুণরা এগিয়ে যাবে। সমাজ তাদের দিকে তাকিয়ে আছে। মাদক, জুয়া থেকে দুরে থাকতে হবে, পরিবারের প্রতি দায়িত্ব আছে সেটা মনে রাখতে হবে, সেজন্য লেখাপড়ার পাশাপাশি ভালো কাজের মধ্যে থাকতে হবে, আর এই কাজের উৎসাহ দিবে ইয়ং স্টার