ঝালকাঠিতে আবারো ঝুলন্ত মরাদেহ!!
মোঃ আরিফুর রহমান
স্টার্ফ রিপোটার।
গত কয়েকদিন আগে নিজ বাসায় পাওয়া গিয়েছিলো একজন এ্যাডঃ এর মরাদেহ। সে শোক কাটতে না কাটতেই, গত ২৩ সে সেপ্টেম্বর মঙ্গলবার ঝালকাঠি শহরের কলেজ মোড়ের ভাড়া বাসা থেকে পলাশ সুএধর (৩০) নামের একজনার ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেন ঝালকাঠি থানা পুলিশ। জানা যায় মৃত পলাশ সুএধর বরিশালের মুলাদী উপজেলার তেরচড় গ্রামের সুধীর সুএধরের ছেলে, তিনি ফ্রেশ টিসু কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন, সে সুবাধে গত তিনমাস আগে ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দিপ সুএধরের মেয়েকে বিয়ে করেন, পুলিশ স্হানীয় সুএে জানা যায়,কলেজ মোরের ভাড়া বাসায় গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্হায় পলাশের মরাদেহ দেখতে পান প্রতিবেশীরা, পরে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে পলাশের মৃত্যুদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্বহত্যা,তবে মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।