জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা নিবেদন
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জাতির প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত জিয়ার মাজারে তারা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা বিএনপির সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।