জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।
সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারীতে ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টার দিকে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক বিএ-৭১০২ লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি কর্তৃক রৌমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রৌমারী উপজেলার পূজা মন্ডপ সমূহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় অধিনায়ক লেফটোল্যান্ড কর্নেল হাসানুর রহমান বলেন, শারদীয় “দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।” তিনি আরো জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেনো আনন্দ-উদ্দীপনার মাধ্যমে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সর্বদা তাদের পাশে আছে। কেউ যেনো অপতৎপরতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আনজু মিয়া, রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দিরের সভাপতি প্রদীপ শাহা বাবু এবং বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির লোকজন,
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দু সম্প্রদায়ের লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।