চিরিরবন্দরে ইটভাটা থেকে তিন ট্রান্সফর্মার চুরি
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি
চিরিরবন্দর, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে একটি ইটভাটা থেকে তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।
উপজেলা প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন জানান, উপজেলার MHB ইটভাটার মালিক মোকারম শাহের ভাটায় গতকাল মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ চুরির ঘটনা ঘটায়।
স্থানীয়রা জানান, হঠাৎ ভাটার বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে গেলে বিষয়টি নজরে আসে। পরে দেখা যায় ভাটার সংযোগের তিনটি ট্রান্সফর্মার অদৃশ্য হয়ে গেছে।
চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ইটভাটার মালিক।