জেনিভা প্রিয়ানা বাগেরহাট
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ কয়েকজন রাজনৈতিক নেতাকে হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথ সভা করেছে এনসিপি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের মিঠা পুকুর পাড়েরর নিজস্ব অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিজস্ব কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা এখনও দেশে-বিদেশে সক্রিয়। নিউইয়র্কে জুলাই বিপ্লবের সৈনিক আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও অশ্রাব্য গালাগালের মাধ্যমে হেনস্তা করেছে তাদের সন্ত্রাসী বাহিনী। এর দায় এড়াতে পারে না প্রশাসন।
তারা আরও বলেন, আওয়ামী লীগ এখনও বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে, অথচ প্রশাসন নির্লিপ্ত রয়েছে। অবিলম্বে নিউইয়র্কের ঘটনায় কারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান নেতারা।
পথসভায় বক্তাব্য রাখেন,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, এনসিপি জেলা সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র লাবীব আহমদ, জেলা সদস্য শেখ আল আমিন (এডভোকেট), জেলা সদস্য এনামুল হক রুবেল, ফকিরহাট উপজেলা প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়ক।