৫৪ বছরের ইতিহাসে যারা দেশ চালিয়েছে তারা দুর্নীতিগ্রস্ত:
আবদুল হালিম
মোঃ জামিয়ার রহমান। জেলা প্রতিনিধি, নীলফামারী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ৫৪ বছরের ইতিহাসে যারা দেশ চালিয়েছে তারা দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিবেদ ও হিংসার রাজনীতি বোঝে না। বাংলাদেশের সকল দল-মতের মানুষ আমরা সকলে বাংলাদেশি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী-১ নির্বাচনী আসনের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডোমার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল হালিম বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন দেশের মানুষের কাছে বার্তা দিয়েছে এই দেশের ছাত্র-ছাত্রীরা দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে এবং নতুন নেতৃত্বের পক্ষে। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা এখন পরিবর্তন চায়।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ইনশাআল্লাহ। সেই নির্বাচন যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়, আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এজন্য আমরা পিআর পদ্ধতির দাবি জানিয়ে