সৈয়দপুর নীলফামারী——–গোয়েন্দা পুলিশের অভিযানে
সৈয়দপুরে ০৩ জন জুয়ারী গ্রেফতার।
–নীলফামারী প্রতিনিধি মোঃ ইবনে আলী সরকার।———————————–
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ। জানা যায়, জেলা পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান এর নির্দেশে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১২৩, তাং-১৪/০৯/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সৈয়দপুর থানাধীন কাশিরাম বেলপুকুর থেকে মোঃ সেলিম ইসলাম(২০), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-হাজারী হাট বানিয়া পাড়া ২। মোঃ সজিব জয়(১৯), পিতা- মৃত মশিউর রহমান, সাং-ছইল ঝাড়পাড়া, ০৩। মোঃ রাকিব ইসলাম(১৯), পিতা মোঃ আঃ সাত্তার, সাং-হাজারী হাট বানিয়া পাড়া থেকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদী ও নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সৈয়দপুর থানার মামলা নং-১৫, জিআর-১৯৯/২০২৫, তাং-১৫/০৯/২০২৫ খ্রিঃ।
ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা রুজু করা হয়েছে।