লালমনিরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধ
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস-এঁর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রিয়াজুল ইসলাম, লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রোকনুজ্জামান, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র নাযেক সুবেদার মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ মুকতার হোসেন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ইসরাদ সুলতানা, মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নূরনবী, লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শিবেন্দ্র নাথ রায় শিবু, লালমনিরহাট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বর্মণ, লালমনিরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক হীরা লাল ঈশোর, সদস্য সচিব ধনোঞ্জয় কুমার রায় প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলার ১৬২টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লালমনিরহাট সদর উপজেলায় ১শত ৬২টি পূজা মন্ডপকে ৫০০কেজি করে