বিশেষ প্রতিবেদন
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির হোসেন ওরফে মায়া মনির (২৬) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
সে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের আলি মুন্সি বাড়ি (ঠাকুর বাড়ি) এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, মায়া মনিরের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ মোট চারটি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে দুটি মামলায় আদালত তাকে ৩ বছর ২ মাসের কারাদণ্ড দেন।অভিযানে নেতৃত্বদেন রামগঞ্জ থানার এএসআই আনোয়ার হোসেন।