1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
উলিপুরে আ.লীগের দোসর জয়নাল আবেদীনের প্রতারণা ও জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন টেকনাফের শাহপরীর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। ‎মেহেরপুর পৌর এলাকায় জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খানের গণসংযোগ ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল সিদ্দিকুর রহমানের রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু পঞ্চগড়ে পুত্রবধুকে মারপিট করায় জেল হাজতে শশুর-শাশুড়ি তরুণ শাওনের উদ্যোগে সাইবার নিরাপত্তায় স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের…. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথ সভা”। নাগরপুর কাশাদহ মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫ চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে র‌্যাব: তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত”

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

“রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে র‌্যাব: তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত”

অপু দাস, স্টাফ রিপোর্টার রাজশাহী

রাজশাহী নগরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ বলেছেন, বিশ্বের অন্য কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এতটা সহযোগিতামূলক মনোভাব নেই, যতটা বাংলাদেশে দেখা যায়।

মঙ্গলবার দুপুরে ধর্মসভা এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। এমনকি গতবার মাদ্রাসার ছাত্ররাও পূজামণ্ডপ পাহারায় অংশ নিয়েছিল—যার তুলনা পৃথিবীর কোথাও নেই।”

তিনি জানান, র‌্যাব-৫ এর আওতাধীন পাঁচ জেলায় দুই হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপের সভাপতি ও সম্পাদকের সঙ্গে র‌্যাবের সরাসরি যোগাযোগ আছে। ষষ্ঠী পূজার আগে প্রতিমা নির্মাণস্থলে বিশেষ গোয়েন্দা নজরদারি চলছে, পাশাপাশি টহল দলও সক্রিয় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ আরও বলেন, “দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের বিশেষ হুমকি নেই। তবে নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে সাজানো হয়েছে। ষষ্ঠী থেকে প্রতিটি মণ্ডপ ও আশপাশের রাস্তায় বিশেষ নজরদারি থাকবে। র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।”

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজার সূচনা হয়েছিল রাজশাহীর ঐতিহাসিক তাহেরপুর থেকে। তাই এ অঞ্চলের পূজার তাৎপর্য বিশেষভাবে গুরুত্ব বহন করে। “আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব। কোথাও বিশৃঙ্খলা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে,” যোগ করেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক অশোক কুমার ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত্যকুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট