বরিশাল ডিসি লেকের প্রাচীর নির্মান বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান।
মোঃরাইহান ইসলাম সজিব,স্টাফ রিপোর্টার বরিশাল।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নিকট বরিশালের সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে (*মূলত বাম রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ*) নগরীর বেলস পার্ক সংলগ্ন উন্মুক্ত প্রাকৃতিক জলাশয় ডিসি লেকের প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করে। এ সময় বাকশিস এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক জলিলুর রহমান, বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্তী, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী মিজানুর রহমান, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক শাহ আজিজ খোকন, উন্নয়ন সংগঠক দীপু হাফিজুর রহমান, কড়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহ: প্রধান শিক্ষিকা সোনালী কর্মকার, সাবেক ছাত্রনেতা সাগর দাস আকাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা শহিদুল হাওলাদার, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখসহ বামপন্থী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন