দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার সদর কোর্ট থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম রফিককে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে দুপচাঁচিয়া থানার মামলা নং- ০৮, তারিখ ১০-০৭-২০২৫ খ্রি. ধারা ৩৯৪/৩০২/৩৪ দঃবিঃ এর মূল আসামি বগুড়া জেলা আদমদীঘি থানা বশিকোড়া চকপাড়া গ্রামের আকন্দ পুত্র মোঃ রফিকুল ইসলাম রফিক) কে জেলা কারাগার বগুড়া হতে প্রিজন ভ্যানে চীফ জুডিশিয়াল আদালত, বগুড়ায় হাজিরার উদ্দেশ্যে আনা হয়। গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৫ বেলা অনুমান ০৩:৫৫ টার সময় হাজিরা শেষে আদালতের দোতালার হাজতখানা থেকে অন্যান্য আসামিদের সাথে তাকে জেলা কারাগারে নেওয়ার সময় সিঁড়ি দিয়ে নামানোর মুহূর্তে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ডিবি পুলিশ ও দুপচাঁচিয়া থানা পুলিশের যৌথ দল অভিযানে নামে। অবশেষে ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. রাত ০৯:০৫ ঘটিকায় আদমদীঘী থানাধীন বাগিচাপাড়া এলাকা থেকে দুপচাঁচিয়া থানা পুলিশ সফল অভিযানে মোঃ রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।