সাজেদুর রহমান (নওগাঁ)
বাংলাদেশ জাতীয়তাবাদি পল্লী চিকিৎসক এসোসিয়েশন নওগাঁর পত্নীতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় নজিপুর সরদারপাড়া মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি এস এম নাজিম উদ্দীন বাবু এবং সঞ্চালনা করেন আবু সাইদ চপল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খান। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদি পল্লী চিকিৎসক এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভীন পলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, জেলা কমিটির সহ-সভাপতি মো: আব্দুস ছাত্তার এবং নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মো: আরিফ হোসেন বিপ্লব।