নুর উদ্দিন, নোয়াখালী
নোয়াখালী বেগমগঞ্জে শারদীয় দুর্গাপূজায় চুরি,ছিনতাই, ইভটিজিং সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সমন্বয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ মডেল থানার প্রাঙ্গণে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন বেগমগঞ্জের অতিরিক্ত সার্কেল আ,ন,ম ইমরান খান,সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন,র্যাবের ডি,এ,ডি শাহনেওয়াজ,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব নাছিমুল গণী চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আহসান উল্যাহ,উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী,চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।