নান্দাইলে পুরি-সিঙ্গারার দোকানে অগ্নিকাণ্ড, বিকাশের দোকানে ক্ষয়ক্ষতি
হাফেজ মাওলানা আবু রায়হান।
নান্দাইল উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মধুপুর বাজারে পুরি-সিঙ্গারার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাশের একটি বিকাশের দোকানেরও কিছু মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিস সময়মতো না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।