আরিফুল ইসলাম মিল্টন নাজিরপুর
নাজিরপুর উপজেলার সাতকাছিমিয়া গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর ছেলে মোঃ শাহজাহান গাজীর বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
জানাযায় গত ১৯ ৯ ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২ ঘটিকার সময় শাজাহান গাজীর বসত ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়ে শাজাহান গাজীকে এই প্রতিনিধি জিজ্ঞেস করলে তিনি বলেন ঘটনার সময় আমার বাড়িতে বউ ছেলেমেয়ে কেউ ছিল না, তারা বেড়াইতে গিয়েছিল এবং আমি নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য সাতকাছিমিয়া বাজার পর্যন্ত আসছিলাম, আমি এলাকার লোকজনের ডাক চিৎকার শুনিয়া দৌড়ে আসিয়া দেখতে পাই আমার বসত ঘরে আগুন দাউ দাউ করিয়া জ্বলিতেছে তৎক্ষণিক দ্রুত নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন করিয়া জানাইলে কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হইয়া আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে আমার বসত ঘর সহ ঘরের বিভিন্ন প্রকারের মালামাল ও মাছ ধরার জালসহ (২০,০০০০০) বিশ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। তিনি এই বিষয়ে আরো বলেন যে আমি আজ ২০-০৯-২০২৫ ইং তারিখ অজ্ঞাতনামা একটি অভিযোগ থানায় দায়ের করি আমার মনে হয় কে বা কাহারা আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে এই বিষয়ে আমি প্রশাসনের সহায়তা চাই। এদিকে প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একজনকে জিজ্ঞেস করলে তিনি বলেন আগুনের সূত্রপাত শাহজাহানের পাক ঘর থেকেই শুরু হয়েছেন ।