নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ বছর নাচোল উপজেলার চারটি ইউনিয়নে মোট ১৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, নিরাপদ বিদ্যুৎ সংযোগ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সার্বক্ষণিক পুলিশ, আনসার-ভিডিপি ও স্বেচ্ছাসেবক মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মুসলিম সম্প্রদায়ের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি অনুযায়ী মন্দিরগুলোতে বাদ্যযন্ত্র বন্ধ রাখার জন্য সকল মন্দির প্রধানদের নির্দেশ দেওয়া হয়। প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করার জন্য প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অবহিত করা হয়েছে। এ বছর পূজা চলাকালীন সময়ে মাদক সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৫ইং