ধর্মপাশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা ঘোষণা
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ ও মধ্যনগর) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাদশাগঞ্জ বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে সামাজিক, ধর্মীয় ও মানবিক কাজে নিয়োজিত আছি। দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত সমাজ গড়ে তোলা, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম করাই আমার মূল অঙ্গীকার।
কৃষক-শ্রমিক-যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাসহ অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেজামে ইসলাম উপজেলা শাখার সদস্য মাওলানা মনির হোসেন, সৈয়দ মনির উদ্দিন, জেলা সদস্য মাওলানা জাহাঙ্গীর আলম ও জেলা সদস্য সচিব মাওলানা আলী হোসাইন খান।
মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেন