তুমি,আমি হতে চেয়েও না !
মোঃ মানিক মিয়া, উপজেলা প্রতিনিধি,
দৈনিক প্রভাতী বাংলাদেশ।
ফতুল্লা, নারায়ণগঞ্জ।
তুমি, আমি হতে চেয়েও না,
আমিতে যে বড় যন্ত্রণা,
আমি জ্বলছি, আমি পুড়ছি,
চল্লিশের কোঠায় এসেও এক চুল থামল না।
তুমি, আমি হতে চেয়েও না।
শত মৃত্যুর যন্ত্রনার চেয়েও যন্ত্রণা পুষে রাখি,
তুষের আগুনের মত জ্বলি,
ইট ভাটার কয়লার মত পুড়ি,
পুড়তেই থাকি কভু শেষ হয় না।
এতো জ্বালা তুমি সইতে পারবে না
তুমি, তুমি থাকো, আমি হতে যেওনা।
আমি মরি, প্রতিক্ষণে মরি,প্রতিদিন মরি,
মরে মরে আবার বাঁচি,
তবু মরি না।
মরতে চাইলেই মরা যায় না।
মরা যে সহজ না
তুমি আর, আমি হতে চেয়েও না।
আমি ব্যথার মাঝে থেকে ব্যথাকে করি আপন,
ব্যথাকে পুষে রাখি সারাক্ষণ,
ব্যথা দেয় বেদনা,ব্যথা দেয় যাতনা,
তবুও ব্যথাকে দূরে রাখতে পারি না,
ব্যথা যে আমার বড় আপনজনা
তুমি,তুমি থাকো, আমি হতে চেয়েও না।
আমি শুধু রাধাকে বলি,
কি করে সয়ে ছিলি রাধা?রাধা রে তুই,
এত যন্ত্রণার চেয়েও যন্ত্রণা।
তুই কি শুধু জ্বলতে পুড়তে এসেছিলি?
অন্য কারণ ছিল না।
তুমি শুধু তুমি থাকো, আমি হতে চেয়েও না।