এম কে হাসান কক্সবাজার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন-২০২৫। আগামী ১২ অক্টোবরের এ নির্বাচনে স্বাস্থ্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভয়েস অফ সিইউ সম্পাদকীয় প্যানেল থেকে কক্সবাজারের পেকুয়ার সন্তান জসিম উদ্দিন।
জসিম উদ্দিন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি প্রচলিত ছাত্র রাজনীতিতে সক্রিয় না থাকলে ও জুলাই গণ-অভ্যুত্থানে ছিলেন সম্মুখ সারির কর্মী।
অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিজয় উদযাপনে না গিয়ে তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিনি প্রধান উপদেষ্টার দপ্তর নির্দেশিত সার্বক্ষণিক চিকিৎসা সেলের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটিতে চট্টগ্রাম জেলা প্রতিনিধি ছিলেন তিনি। একই সঙ্গে জুলাই ফাউন্ডেশনের হয়ে শহীদ পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ও সম্পৃক্ত ছিলেন জসিম উদ্দিন।
এক বছরের অভিজ্ঞতা নিয়ে এবার তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য সম্পাদক পদে।