গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত।
মোঃ মমিনুল ইসলাম, জেলা প্রতিনিধি গাইবান্ধা।
তৃণমূলে সংগঠন সংহত করি গনতন্ত্র সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা জেলা শাখার আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকেলে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃণমূল শাখার এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন কেয়া প্রমুখ সহ তৃণমূল নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি সংগঠনকে সুসংহত ও শক্তিশালী করতে সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং পরিকল্পনা করা প্রয়োজন।
সকল তৃণমূল নেতৃবৃন্দের সাথে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ করার এবং মিলেমিশে কাজ করার আহ্বান জানানো হয়।