“কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আইজিপি মহোদয়ের উপহার”।
স্টাফ রিপোর্ট :ইমন রহমান
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয় শারদীয় দুর্গা পূজা-২০২৫ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে শারদীয় শুভেচ্ছা বার্তাসহ উপহার সামগ্রী সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রদান করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ) ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষে মৃত এসআই (নিরস্ত্র)/সুজন চন্দ্রে দে এর পরিবারের কাছে এই উপহার প্রদান করেন।
এ সময় জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।