মনজুর আলম কক্সবাজার
২৩/০৯/২০২৫ তারিখ আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে পূজামণ্ডপ প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিমা নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জনাব নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কক্সবাজার জেলা ।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মহোদয় প্রথমে কক্সবাজার পৌরসভাস্থ ইন্দ্রসেন বাড়ি পূজা মন্ডপ, পরে কৃষ্ণনন্দ ধাম পূজা মন্ডপ এবং স্বরস্বতি বাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে স্থানীয় জনগণ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করে সবাইকে আশ্বস্ত করেন যে, সার্বজনীন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতে জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । পূজার আনন্দে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বদা সতর্ক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব অলক বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ ইলিয়াস খান,পিপিএম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, জনাব শোভন কুমান সাহা, ইনচার্জ, শহর পুলিশ ফাঁড়ি, কক্সবাজার জেলা ।