আগামীর নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে –
মাওলানা আব্দুল হালিম
মোঃ জামিয়ার রহমান। জেলা প্রতিনিধি নীলফামারী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের রায় দিয়েছেন। আমরা আগামী ফেব্রুয়ারীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন চাই, আর এ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। যারা নির্বাচনে কলাকৌশল করে তারা পিআর পদ্ধতিকে ভয় পায়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ ফ্যাসিবাদী হতে পারবে না। এ পদ্ধতি বাস্তবায়িত হলে আর কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না। সকল মানুষের ভোট নিশ্চিত করার জন্য পিআর পদ্ধতি প্রয়োজন।
তিনি আরো বলেন, পিআর বিষয়ে ৩৩ টি দলের মধ্যে ২৬ টি দল একমত হলেও তা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করেছে। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে।
আসন পরিচালক ও উপজেলা আমীর জনাব মোখলেছুর রহমানের সভাপতিত্বে নীলফামারী ৩ (জলঢাকা) আসনের দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, নীলফামারী জেলা আমীর ও নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ছাদের হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম জেলা মজলিশে শূরা সদস্য ও নীলফামারী ৩ (জলঢাকা) আসেনর জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর জনাব মোঃ কামারুজ্জামান, উপজেলা সেক্রেটারি জনাব মোয়াম্মার আল হাসান, উপজেলা সহকারী সেক্রেটারি জনাব মুজাহিদ মাসুম সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দিনব্যাপী দায়িত্বশীল কর্মশালা উপজেলার আল ফালাহ অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রায় এক শত দ্বায়িত্বশীল উপস্থিত ছিলেন।