✍️ মোঃ সিয়াম সাব
📍 কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত ফুড হ্যাভেন রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের লাইন খুলে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রেস্টুরেন্টের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্যবহারকালে হঠাৎ লাইন খুলে গেলে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রেস্টুরেন্টের কর্মচারী রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার কারণ খতিয়ে দেখছে।