মোঃ সিয়াম সাব
কুমিল্লা সদর উপজেলা
প্রতিনিধিমেথর ইশরাক প্রশ্ন করেছে : ২০২৪ এর গণহ*ত্যার জন্যে যে আইনে আওয়ামি লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, একই আইনে ১৯৭১ এর গণহত্যার জন্যে দোষীদের কার্যক্রম নিষিদ্ধ করা হবেনা কেনো?
আমার প্রশ্ন : ৭১ রের গনহত্যায় জড়িত থাকা চিহ্নিত স্বাধীনতাবিরোধী, রাজাকার (শাহ আজিজুর রহমান) কে দিয়ে বিএনপি গঠন, ও পরিবর্তীতে তাকে প্রধানমন্ত্রী বানানোর দায় থাকার পরও বিএনপি কেনো রাজনীতি করার বৈধতা পাবে….?