ভালুকা ময়মনসিংহ মহা সড়কে স ও জের জমি উদ্ধার অভিযান
মো: মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ।
ভালুকা ময়মনসিংহ মহাসড়কটি একটি ব্যস্ততম সড়ক। ঢাকা মহানগরী থেকে উত্তরাঞ্চলের চারটি জেলার যানবাহন এই রাস্তায় চলাচল করে। বাংলাদেশ সড়ক উন্নয়ন বোর্ডের জরিপ অনুযায়ী মূল পাকা সড়ক থেকে উভয় পাশে ৩৩ ফিট জায়গা খালি রাখার নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু বেশ কিছুদিন যাবত কিছু অসাধু ব্যবসায়ী মহাসড়কের দু’পাশে কিছু অবৈধ ব্যবসায়ী স্থাপনা নির্মাণ করে ব্যাবসা করে আসছিলেন। আজ ২২/০৯/২০২৫ ইং তারিখে ভালুকা থানা নির্বাহী অফিসার, ভূমি উপ কমিশনার সহ অনান্য প্রশাসনিক কর্মকর্তা এসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা হিসেবে খাবারের হোটেল, ফলের দোকান, যানবাহন মেরামতের গ্যারেজ সহ বিভিন্ন ধরনের স্থাপনা ভেঙে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতা এই অভিযানের দৃশ্য দেখতে ভীড় জমান।
আগামীতে সঠিক নিয়ম মেনে রাস্তার পাশে স্হাপনা নির্মানে জনগনকে সচেতন করা হয়।যাতে করে পূনরায় তারা উচ্ছেদ অভিযানের ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন না হন।