ব্রাক্ষণবাড়িয়া জেলা নাসির নগর উপজেলা ফান্দাউক গ্রামে নিখোঁজ হওয়ার দুইদিন পর মাহমুদুল ইসলাম বিশাল (২১)নামের এক যুবকের লাশ উদ্ধার।
৷ মোঃবিল্লাল হোসেন, স্টাফ রিপোর্টার, মাধবপুর, হবিগঞ্জ।
নাসিরনগর উপজেলা ফান্দাউক গ্রামের মাহমুদুল ইসলাম বিশাল (২১)নামের এক যুবকের লাশ পাওয়া যায় পাশের বলভদ্র নদীতে। তার বাবার নাম মোঃ নজরুল ইসলাম । স্থায়ীসূত্রে জানা যায় মাহমুদুল ইসলাম বিশাল ২০/০৯/২০২৫ইং তারিখে রোজ শনিবার রাত আনুমানিক ৮টার সময় ফান্দাউক বাজারে ঔষধ কিনার জন্য যায়, তার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না, অনেক খুঁজাখোঁজির পর ২২/০৯/২০২৫ইং সকাল আনুমানিক ১২টার সময় নদীতে ভেসে ওঠে তার মৃত দেহ। তার পর স্থায়ী লোকজন থানায় খবর দেয়। পরে নাসিরনগর থানা পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। কে বা কারা এই হত্যা কান্ড ঘটিয়েছে তা এখনো কোনো কিছু জানা যায় নি। তবে লাশ পোস্টমর্টেম করার জন্য ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।