বস্তিবাসী’রাও মানুষ, তারা’ও আমাদের সমাজের অংশ, তারাও ভোট দিয়ে এদেশে সাংসদ-মন্ত্রী বানায়।
মোহাম্মদ ইবনে আলী সরকার নীলফামারী স্টাফ রিপোর্টার।
আমি তাদের কথা তাদের হয়ে জাতীয় সংসদে বলতে চাই। তাদের সন্তানকে বস্তির অন্ধকার থেকে স্কুলের আলোকিত চেয়ার-টেবিলে বসাতে চাই। তারা আমার ভাই-বোন, আমার পরিবারের সদস্য। আমি জাতীয় সংসদে তাদেরও প্রতিনিধিত্ব করতে চাই।
আমি আমরা সবাই মিলে এ নষ্ট সমাজকে বদলে দিব, বস্তিবাসী মানুষকে সুন্দর জীবন উপহার দিব, বদলে দিব বস্তি-নামক অবহেলিত নাম; “গুচ্ছগ্রাম” নামে নামকরণ হবে সকল নিম্ন আয়ের মানুষের ঠিকানা। নিম্ন ও মধ্যবিত্তের জন্যে ব্যক্তির যোগ্যতা অনুযায়ী চাকুরী, সরকারি সাহায্যে মূলধন সহ ব্যবসা এবং সামরিক পরিবারের সদস্যদের রেশন ভাতা জনপ্রতি ২০০০ টাকা এবং একক পরিবারে সর্বোচ্চ মাসিক ১০,০০০ টাকা, ওয়ান র্যাংক- ওয়ান পে, নন-কমিশন্ড অফিসার পদমর্যাদার সদস্যদের জন্যে আলাদা একটি সংস্থা ও জমি বরাদ্ধ, প্লট বঞ্চিত বিমান বাহিনীর সকল অফিসারদের জন্যে সরকারের মাধ্যমে প্লট বরাদ্দ এবং উচ্চবিত্ত সহ সকলের জন্য কল্যানকর, পরিবেশবান্ধব এবং আধুনিক ও নিরাপদ সৈয়দপুর কিশোরগঞ্জ বিএনপির মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী বেবী নাজনীন আপা।