বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ফ্রিজের বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা: শরিফা বেগম (২৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার পওঁতা গ্রামের মো: মামুন শেখ স্ত্রী এবং মো: শরিফুল ইসলাম মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত প্রায় ৮ টার দিকে নিজ বাড়িতে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে হঠাৎ শরিফা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিবগঞ্জ থানার এসআই মো: ফারুক হোসেন মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। তিনি জানান, হাসপাতাল পৌঁছানোর আগেই শরিফা বেগমের মৃত্যু ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ভেঙে পড়েছে শরিফা বেগমের স্বামী ও স্বজনরা।