বগুড়ায় ৩টি চোরাই গরু উদ্ধার গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলার গাবতলী উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩টি চোরাই গরু উদ্ধারসহ গরু চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় আরেকজন চোর কৌশলে পালিয়ে যায়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ভোর ০৪.২৫ ঘটিকার সময় ডিবি, বগুড়ার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থানাধীন বালিয়াদিঘী ইউনিয়নের সুবোধ বাজারস্থ রাজু কসাইয়ের মাংসের দোকানের সামনে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেপ্তার হয় । এ অভিযানে গ্রেফতারকৃত আসামিরা হলেন, গাবতলী থানা ধর্মগাছা গ্রামের আজাহার প্রামাণিকের পুত্র রাজু প্রামানিক ওরফে রাজু কসাই (৪০) ,গাবতলী হাতীবান্ধা গ্রামের আব্দুস সামাদের পুত্র মোঃ রুবেল (৩২) , টাঙ্গাইল জেলা ভুয়াপুর থানার ডিগ্রীর চর কুটিবয়ড়া গ্রামের মৃত জুরান এর পুত্র মোঃ শুকুর ওরফে জীবন (৩৪) । এসময় মোঃ আমিনুল (৪৫), পিতা- অজ্ঞাত, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানে ৩টি চোরাই গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকা। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত চোর চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গরু চুরি করে এনে জবাই করে মাংস বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এ অপরাধের কথা স্বীকার করেছে।এছাড়া জানা যায়, ১নং ও ৩নং আসামির বিরুদ্ধে ৫টি চুরির মামলা ইতোমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে আরও জানা যায়, উদ্ধারকৃত গরুগুলো ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত প্রায় ০৩.০০ ঘটিকার সময় আবুল কাশেম (৫০), পিতা- মৃত মোসলেম উদ্দীন, সাং- বরিয়া বার্তা, থানা- আদমদিঘী, বগুড়া এর বাড়ি থেকে চুরি করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গাবতলী থানায় একটি চুরির মামলা করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।ডিবি পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এলাকাবাসী এ সাফল্যের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।