পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা
এস এম আক্তার হোসেন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে স্থানীয় বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে ঘোষিত এ আংশিক আহ্বায়ক কমিটি অচলাবস্থায় থাকা জেলা বিএনপিকে পুনরায় সক্রিয় করবে বলে তারা আশাবাদী।
এর আগে, গত ২ সেপ্টেম্বর পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে পরদিন ৩ সেপ্টেম্বর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে পিরোজপুরে বিএনপি আবারও সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। তবে অভ্যন্তরীণ কোন্দল নিরসন ও গ্রামীণ পর্যায়ে দলীয় ঐক্য গড়ে তুলতে নেতৃত্বের সক্ষমতাই হবে বড় চ্যালেঞ্জ।