পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পঞ্চগড় সদর উপজেলা প্রতিনিধি মো নয়ন আলী
পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ৪নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব মোঃ আবু মায়েদ সরকার মুকুট, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব কামাল এবং স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা ।
সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মোঃ আবু মায়েদ সরকার মুকুট বলেন, “বিএনপির মূল শক্তি জনগণ। জনগণের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।