ন্যায় ও ইনসাফভিত্তিক শিবচর গড়তে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করুন: উপজেলা আমির
এসএম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
মাদারীপুর
মাদারীপুরের শিবচরে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়তে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন শিবচর উপজেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী সরোয়ার হোসেন মৃধা।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় ভান্ডারকান্দি ইউনিয়নে আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিবচরকে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা মার্কাকে বিজয়ী করতেই হবে। দাঁড়িপাল্লা সত্য ও ন্যায়ের প্রতীক, তাই নেতাকর্মীদের মনে প্রাণে কাজ করতে হবে বিজয়ের জন্য।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ লিয়াকত
হোসেন। উপস্থিত ছিলেন ভান্ডারকান্দি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় নেতাকর্মীরা।