নাচোলে দুর্গাপূজা: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ: আর ক’দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিমা তৈরির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। উপজেলার বিভিন্ন মন্দির ও মণ্ডপে রাতদিন চলছে প্রতিমা নির্মাণের তোড়জোড়।
শিশির ভেজা ভোর, আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা প্রকৃতির মাঝে জানান দিচ্ছে দুর্গাপূজার আগমনী বার্তা। এই উৎসবকে কেন্দ্র করে নাচোল পৌরসভাসহ চারটি ইউনিয়নে অবস্থিত মোট ১৬টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।
মৃৎশিল্পীরা বাঁশ, খড়, মাটি, সুতলি ও রং-তুলির সাহায্যে তাদের নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এবং অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। প্রাথমিক পর্যায়ে খড় ও কাদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি সম্পন্ন হলে শুরু হবে তাতে প্রলেপ দেওয়া ও রং করার কাজ। একই সঙ্গে মণ্ডপগুলোকে আকর্ষণীয়ভাবে সাজানোর প্রস্তুতিও চলছে।
প্রতিমা নির্মাতারা জানান, এটি শুধু তাদের জীবিকার উৎস নয়, বরং এটি তাদের ধর্মীয় ভক্তি ও ভালোবাসারও প্রতিফলন। তারা বলেন, প্রতি বছরই তারা এই কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে এবার কাঁচামালের দাম বাড়ায় খরচ নিয়ে কিছুটা চিন্তিত।
কারিগরেরা জানিয়েছেন, প্রতিমা ভেদে এবার তাদের মজুরি ১৫ হাজার থেকে ৫০ হাজার টাকা বা তারও বেশি। গতবারের তুলনায় এবার কাজের চাপ বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে, তবে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার ব্যাপারে তারা আশাবাদী। তারা মনে করছেন, এবার তারা ভালো আয় করতে পারবেন।
নাচোল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী জানান, গতবারের চেয়ে এবার আরও ভালোভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বলেও তিনি জানান।