নকলা”য়”লাইসেন্সবিহীন সারের দোকানে জরিমানা
মো: জহিরুল ইসলাম
উপজেলা প্রতিনিধি নকলা(শেরপুর)
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে লাইসেন্সবিহীন সারের দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আল আমিন এন্টারপ্রাইজ (প্রোপাইটর আঃ আজিজ) ও আল সামির এন্টারপ্রাইজ (প্রোপাইটর মিজানুর রহমান মিন্টু) নামের দুটি দোকানকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ ধারায় জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং নকলা চন্দ্রকোনা ফাঁড়ির পুলিশ সদস্যরা।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি বলেন, “আমরা খবর পাই, নিবন্ধিত ডিলারের বাইরে কিছু খুচরা বিক্রেতা সরকারি অনুমোদন ছাড়াই সার বিক্রি এবং অধিক মূল্যে হাতিয়ে নিচ্ছে, যা সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮ ধারার পরিপন্থী। অনুমোদন ছাড়া সার বিক্রি ও মানি রিসিট না থাকার দায়ে দুই দোকানকে মোট ৩০ হাজা