ধর্মপাশায়, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৫, সোমবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হারুনর রশীদ সরকার। ছাত্রদলের আহ্বায়ক নামজুল ইসলাম তপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদস্য সচিব ফখরুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোজাহিদ আহমেদ পাখি, যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম সজীব, সদস্য সামিউল হক সৌরভ ও ছাত্রদল নেতা আরিফ হোসাইন।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন রুবাইয়াত বিনতে পরশ ও শামিমা আক্তার তৃপ্তি।
উপস্থিত বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।