দোকানে তান্ডব গ্রেফতার ১
মো: আশ্রাফ উদ্দিন।হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী হাতিয়ায় পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানে ঢুকে তান্ডব চালানো যুবদল নেতা রিপন চন্দ্র দাস।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে উপজেলার চরইশ^র ইউনিয়নের জহরলাল মার্কের্টের একটি দোকান থেকে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ঘটনার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শারদীয় দুর্গা পূজার চাঁদা কালেকশনে না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ফার্মেসী দোকানে ঢুকে তান্ডব চালায় যুবদল নেতা রিপন চন্দ্র দাস। এ ঘটনা সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, হঠাৎ রিপন চন্দ্র দাস দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করতে। দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তার দিকেও বারবার তেড়ে আসেন রিপন। পরে স্থানীয়রা তাকে দোকান থেকে বের করে দেন। ঘটনাটি ঘটে উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে।
হাতিয়া থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র দাস বিভিন্ন সময়ে সংঘর্ষের ইন্ধনকারী হিসেবে এলাকায় চিহ্নিত। তার বিরুদ্ধে দলীয় পরিচয়ের আড়ালে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। তার ভয়ে এলাকার কেউ কোন অভিযোগ করার সাহস পেত না। আসন্ন দুর্গাপূজাতেও নাশকতা সৃষ্টির অপচেষ্টার গোয়েন্দা তথ্য রয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানা পুলিশের এস আই মুকুল আহমেদ বলেন, রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
হাতিয়া নোয়াখালী
২২.০৯.২৫