চিরিরবন্দরে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর)
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় চিরিরবন্দর বিএম কলেজ প্রাঙ্গণে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি বলেন, “বিএনপির শক্তি তৃণমূলের কর্মীরা। আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সাহসী পদক্ষেপ আগামী দিনে জাতিকে নতুন দিশা দেখাবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা বলেন, “চিরিরবন্দরসহ সারাদেশের মহিলা দলের নেতাকর্মীরা দমন-নিপীড়নের শিকার হলেও থেমে থাকেনি। আমাদের সংগ্রাম চলবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য।”
সহ-সভাপতি নাসিমা মশির বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দলের প্রতিটি নেত্রীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি বলেন, “তৃণমূল কর্মীরাই আমাদের শক্তি। মাঠে থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাহেরা বেগম। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আমাদের দমিয়ে রাখতে পারবে না। চিরিরবন্দরের প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডে মহিলা দলকে আরও শক্তিশালী করতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মহিলা দলের কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, চিরিরবন্দর উপজেলা শাখা, দিনাজপুর।