চা ব্যবসায়ী ও নরসুন্দর পেশাজীবীদের সাথে মতবিনিময় করলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইউসুফ আলী, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
২১/০৯/২০২৫ ইং,রবিবার।
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নির্দেশে দেউলী ইউনিয়নের বিভিন্ন বন্দরে চা ব্যবসায়ী ও নরসুন্দর (সেলুন ব্যবসায়ী) পেশাজীবীদের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এবিএম মাসুদ রানা মাসুমের নেতৃত্বে এ মতবিনিময় কর্মসূচি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে তারা চা ব্যবসায়ী ও সেলুন ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন এবং পেশাজীবীদের সাথে সার্বিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত সবার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উপজেলা বিএনপি সভাপতি মীর শাহে আলমের সালাম পৌঁছে দেন।
স্থানীয় ব্যবসায়ী ও পেশাজীবীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং দলীয় নেতৃবৃন্দের সাথে খোলামেলা মত বিনিময়ের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।