কুলাউড়া উপজেলার প্রতিনিধি
কুলাউড়া উপজেলার রবিরবাজার-ঝিলেরপাড় সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মর্মান্তিক মৃ ত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রবিরবাজারে আশা ব্যাংকের পাশে এ দু র্ঘ ট না ঘটে। নিহত নারীর নাম শাম্মি বেগম (৫০), তিনি উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের কানিকারি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শাম্মি বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধা ক্কা দেয়। এতে তিনি ও মোটরসাইকেল চালক দুজনেই গুরুতর আহত হন।
স্থানীয়রা বলেন, গুরতর আহত অবস্থা দেখে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়, সেখানে যাওয়ার সময় মধ্য রাস্তায় শাম্মি বেগম মৃ ত্যু বরণ করেন।