1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
উলিপুরে আ.লীগের দোসর জয়নাল আবেদীনের প্রতারণা ও জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন টেকনাফের শাহপরীর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। ‎মেহেরপুর পৌর এলাকায় জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খানের গণসংযোগ ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল সিদ্দিকুর রহমানের রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু পঞ্চগড়ে পুত্রবধুকে মারপিট করায় জেল হাজতে শশুর-শাশুড়ি তরুণ শাওনের উদ্যোগে সাইবার নিরাপত্তায় স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের…. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথ সভা”। নাগরপুর কাশাদহ মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫ চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে তফসিল গোপন ও দুর্নীতির অভিযোগ

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে তফসিল গোপন ও দুর্নীতির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার:মো: আহসান হাবিব,শিবগঞ্জ, বগুড়া।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের অন্তর্গত কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসা (EIIN No-119872) ঐতিহ্য বাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, ১৯৫০ ইং সালে স্থাপিত হয়ে সুনামের সহিত চলে আসছিল। এলাকাবাসী সুত্রে জানা যায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের নানাবিধ দূর্নীতি, ৫টি পদে নিয়োগ বানিজ্য করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, নিয়মিত কমিটি গঠনে চরম অনিয়ম,বার বার নিজের পছন্দের লোককে অভিভাবক সদস্য ও সভাপতি মনোনীত করে কমিটি গঠনসহ অধ্যক্ষের বিরুদ্ধে চরম দুর্নীতি ও অপকর্মের অভিযোগ পাওয়া গিয়েছে। যার কারণে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত।
অত্র মাদ্রাসার দাতার ছেলে ও সাবেক অভিভাবক সদস্য মোজাহার আলী সাহেব বলেন- অধ্যক্ষ আব্দুর রহমান গত আগস্ট মাসে গভার্ণিং বডির নির্বাচনের তফসীল গোপন করে অত্যন্ত চতুরতার সহিত গোপনে নিয়মিত কমিটি গঠন করে অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে দাখিল করে, স্থানীয় এলাকার কোন অভিভাবক,সাধারণ জনগন, হিতাকাঙ্ক্ষী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এমনকি মাদ্রাসায় কর্মরত কোন শিক্ষকও কেউ উক্ত তথসীল সম্পর্কে অবগত নয়। এলাকার কেউ নমিনেশন পেপার উত্তোলন করতে পারে নাই। তিনি আরও বলেন কমিটি সংক্রান্ত বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অভিযোগ দাখিল করলে, মাদ্রাসা শিক্ষা বোর্ড গত ০৪/০৯/২৫ইং তারিখে এক টিঠির মাধ্যমে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্তের দ্বায়িত্ব ভার অর্পণ করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে তদন্তের দ্বায়িত্ব ভার প্রদান করলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে মাদ্রাসায় না গিয়ে নিজ কার্যালয়ে অভিযোগকারীর অনুপস্থিতিতেই তদন্তের কাজ সম্পন্ন করেন। অভিযোগকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মাদ্রাসায় উপস্থিত হয়ে সরেজমিনে তদন্তের জন্য অনুরোধ করলেও এমনকি মাদ্রাসা শিক্ষা বোর্ডে চিঠিতে স্পষ্ট সরেজমিনের তদন্তের কথা উল্লেখ থাকলেও সেটা আমলে না নিয়ে একতরফা ভাবে তদন্তের কাজ সম্পন্ন করেন। অভিযোগ কারী সরেজমিনে পূনঃ তদন্তের দাবী জানিয়েছেন। এছাড়া অধ্যক্ষ নিজের পক্ষে রিপোর্ট নেয়ার জন্য অভিযোগকারীকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিতে থাকে যে উপজেলা সদরে উপস্থিত হলে মারধর করে কাগজ পত্র ছিনিয়ে নেয়া হবে, ভয়ে অভিযোগকারী উপজেলা সদরে মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয় নাই।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়- অধ্যক্ষ ইতিপূর্বে হাসান তারেক নামক একজন সরকরী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পেশা “চাকরি” গোপন করে তদস্থলে তার পেশা “ব্যবসা”দেখিয়ে সরকারি বিধি লংঘন করে মাদরাসা বোর্ড থেক সভাপতি মনোনীত করে আনেন। জেলা বগুড়ার শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মাদ্রাসার কমিটি সংক্রান্ত মোকদ্দমা বিচারাধীন রয়েছে, মোকদ্দমা নং ৮০২/২০২২ এবং আগামী ১৬/১০/২০২৫ তারিখে মোকদ্দমার দিন ধার্য্য রয়েছে। কমিটির বিরুদ্ধে মামলা চলমান থাকাবস্থায় তথ্য গোপন করে অধ্যক্ষ মামলা নেই প্রত্যয়নে উল্লেখ করে ভূল তথ্য প্রদান করে কমিটি অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করেছেন।
এমতাবস্থায় কমিটি সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে গোপনকৃত তফসীল গঠিত কমিটি অনুমোদন না দেয়ার জন্য স্থানীয় এলাকাবাসী মাদ্রাসা শিক্ষা বোর্ডেরে চেয়ারম্যান মহোদয়ের নিকট জোর দাবী জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট