আখাউড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাড়ালো সাংবাদিকরা
মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি
পুঁজি সমস্যায় ভুগতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্ষুদে ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে রেলওয়ে স্টেশনের পাশের দোকানি মো. আমীর হোসেনের হাতে তার দোকানে বিক্রি করা খাবার তৈরির জন্য দুদিনের পণ্য তুলে দেওয়া হয়।
প্রজেক্ট সাবলম্বী নামে প্রকল্পের আওতায় আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি, আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোকানিকে এসব পণ্য দেওয়া হয়। পণ্যের মধ্যে ছিল- তেল, পেঁয়াজ, আলু, বেগুন, বেসন, বুটের ডাল, ছানা বুট ইত্যাদি।
দোকানি আমীর হোসেন বুট, বড়া, চপ ইত্যাদি বিক্রি করেন।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপি আখাউড়ার আহ্বায়ক জমসিদ ভূঁইয়া, এনসিপি নেতা রতন মিয়া, তারা মিয়া, গণ অধিকার পরিষদের জেলা নেতা মো. ইসমাইল হোসেন, কসবা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক বিল্লাল সরকার প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আয়োজনের অর্থদাতা মো. নুরুন্নবী ভূঁইয়া, মো. রাকিবুল ইসলাম, জুটন বনিক, হাবিবুর রহমান, আনিসুর রহমান, আশীষ সাহা, রাসেল মিয়া প্রমুখ।
আয়োজনের সমন্বয় করেন কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু।
আখাউড়া প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু জানান, এ উদ্যোগ চলমান থাকবে। নিজেদের অর্থায়নে ও স্বেচ্ছায় এগিয়ে আসা লোকজন এ উদ্যোগে সহায়তা করেন।
আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, এটি সাংবাদিকদের ধারাবাহিক আয়োজন। পুঁজি সমস্যায় ভুগছেন এমন ব্যবসায়ী কিংবা ছোটখাটো ব্যবসা করার মতো পুঁজি নাই এমন মানুষকে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দরিদ্র নারীদের সহায়তা করাও এ উদ্যোগের লক্ষ্য।
পুঁজি পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী আমীর হোসেন খুশি হয়ে বলেন, সাংবাদিকরা আমার পুঁজি সমস্যার বিষয়ে জানতে পারেন। তাদের সহায়তায় আমি এখন ভালোভাবে ব্যবসা করতে পারব।