শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার ০১ আসামী গ্রেফতার।
মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা
) ঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার ০১ আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মো: মুকিত হাসান খাঁন স্যার, জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও অতিরিক্ত দায়িত্বে কালিগঞ্জ সার্কেল, সাতক্ষীরা স্যারের সহযোগিতায় এবং জনাব মোঃ হুমায়ূন কবির মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে শ্যামনগর থানার অফিসার এসআই(নিঃ)/ মোহাম্মদ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনায় শ্যামনগর থানার মামলা নং-২১, তারিখ-২০/০৯/২৫ খ্রি. ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯খ মামলার এজাহারনামীয় আসামী নিশিকান্ত মন্ডল (৪৩), পিতা-গৌরপদ মন্ডল, মাতা-সুন্দরী মন্ডল, সাং-পরানপুর, ইউনিয়ন-কৈখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাকে অদ্য ২০/০৯/২৫ খ্রি. গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে অদ্য ২০/০৯/২৫ খ্রি. বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।