রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের আমেজ: ক্যাম্পাসজুড়ে উৎসবের রঙ
অপু, স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন উৎসবের নগরী। চারপাশে নির্বাচনী উচ্ছ্বাস, শিক্ষার্থীদের পদচারণা আর প্রার্থীদের প্রচারণায় ভরে উঠেছে ক্যাম্পাস। রাকসু নির্বাচনের তপ্ত আবহে শিক্ষার্থীরা অনুভব করছেন এক অনন্য আনন্দময় পরিবেশ।
নির্বাচনী ছুটির দিনগুলোতেও বিশ্ববিদ্যালয় চত্বর ফাঁকা থাকছে না। সকাল-বিকাল যেকোনো সময়ে প্রার্থীদের দেখা মিলছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে, লিফলেট বিলাতে কিংবা তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরতে। শুধু শ্রেণিকক্ষ বা হল নয়, মসজিদ থেকে নামাজ শেষে বের হয়েও শিক্ষার্থীরা পাচ্ছেন প্রার্থীদের উপস্থিতি।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন,
“রাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে যেন এক বিরাট উৎসব চলছে। প্রার্থীদের সরব প্রচারণা, লিফলেট বিতরণ আর শিক্ষার্থীদের সাড়া—সব মিলিয়ে মনে হচ্ছে এটি কেবল নির্বাচন নয়, বরং এক সত্যিকারের উৎসব।”
শিক্ষার্থীরা জানাচ্ছেন, প্রার্থীদের এই আন্তরিকতা তাদের নতুন প্রত্যাশার জন্ম দিচ্ছে। একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি এ ধরনের গণতান্ত্রিক অনুশীলন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকে সমৃদ্ধ করছে বলে মত অনেকের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই রাকসু নির্বাচন শিক্ষার্থীদের মনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে। তাদের কাছে এটি কেবল ভোট নয়, বরং অংশগ্রহণের মাধ্যমে নিজের অধিকার প্রতিষ্ঠার এক উৎসবমুখর যাত্রা।