রংপুরে তথ্য প্রযুক্তি
বিশ্ব শান্তি দিবসে গুণীজন সম্মানন
মনোয়ারুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে গুণীজন সংবর্ধনা পেয়েছেন রংপুরের তরুণ আইটি উদ্যোক্তা আবু সায়েম।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) হলরুমে বীর ঈশা খাঁ স্মৃতি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল— “প্রাকৃতিক সৌন্দর্য পরিচর্যা করাই আমাদের মূল লক্ষ্য”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট ও চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশক খান আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা কাজী হায়াত, কবি ও সাহিত্যিক শহিদুল্লাহ ফরায়জি, ডি এ তায়েব, মুজিব পরদেশীসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সহযোগী পার্টনার ছিল তরুণ আইটি উদ্যোক্তা আবু সায়েমের প্রতিষ্ঠান ইনবক্স আইটি সলিউশন।
ইনবক্স আইটি সলিউশনের সিইও ও তরুণ উদ্যোক্তা আবু সায়েম সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে বলেন—
“আমরা যে যেখান থেকেই কাজ করি না কেন, সেই ভালো কাজের জন্য সম্মাননা দেওয়া হলে সেটা অনেক গর্বের। এটি কাজের গতি বাড়িয়ে দেয় এবং অনুপ্রেরণা জোগায়। আমি মনে করি, শুধু বীর ঈশা খাঁ স্মৃতি ও সাহিত্য পরিষদ নয়, অন্যান্য প্রতিষ্ঠানকেও গুণীজনদের এভাবে সম্মাননা দেওয়া উচিত। এতে আমরা আরও উৎসাহিত হবো, যা সমাজের সার্বিক উন্নয়নে সহায়তা করবে।”
পরে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটির সমাপ্তি ঘটে, যেখানে দেশবরেণ্য