মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী আব্দুল কাইয়ুম মজনু
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা সদরে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী, প্রবীণ ও কারানির্যাতিত নেতা আব্দুল কাইয়ুম মজনু।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যনগর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
দলীয় কর্মকাণ্ড সুসংগঠিত রাখার জন্য তিনি ব্যক্তিগতভাবে দেড় কোটি টাকারও বেশি বাবার সম্পত্তি বিক্রি করেছেন বলে জানা যায়। এ কারণে তিনি শুধু দলের কাছে নয়, সাধারণ মানুষের কাছেও একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত।
আব্দুল কাইয়ুম মজনু বলেন, আমি সবসময় জনগণ ও নেতাকর্মীদের ভালবাসাকে গুরুত্ব দিয়ে কাজ করেছি। বিএনপিকে তৃণমূল থেকে শক্তিশালী করার চেষ্টা করেছি। যদি আমি সভাপতি নির্বাচিত হই, তবে জনগণের প্রকৃত সেবক হিসেবেই থাকতে চাই, ইনশাআল্লাহ।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইনামুল গণি তালুকদার রুবেল বলেন, দুঃসময়ে তিনি সংগঠনের পাশে থেকেছেন এবং কর্মীদের খোঁজখবর নিয়েছেন। এজন্য তৃণমূলের কাছে তিনি আস্থার প্রতীক। আগামীর আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিতে সবচেয়ে যোগ্য প্রার্থী হচ্ছেন আব্দুল কাইয়ুম মজনু।
সম্প্রতি তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। ফলে আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। সব মিলিয়ে মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুল কাইয়ুম মজনু এখন আলোচনার কেন্দ্রবিন্দু, আমরা আশা করি তিনি বিপুল ভোটে জয়লাভ করে উপজেলা বাসির সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করবেন , আমরা তৃণমূল নেতৃবৃন্দ সবাই এক হয়ে কাজ করব ইনশাল্লাহ।