বিএনপি জনগণের মতামতের বাইরে নয় ইঞ্জিনিয়ার খোকন
অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি :
নাচোল, চাঁপাইনবাবগঞ্জ: বিএনপি জনগণের মতামতের বাইরে নয় এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের মাধ্যমেই শহীদদের স্বপ্ন পূরণে কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এবং এসটেক্স এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম (খোকন)। তিনি আরও বলেন, তিনি জনগণের সঙ্গে থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং নির্বাচিত হলে শিক্ষিত বেকার যুবকদের জন্য কাজ করবেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গোমস্তাপুর ইউনিয়নের দাঁড়াবাজ মাঠে ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোমস্তাপুর ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাহবুব আল এবং ৬ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক রহমত আলী। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা রাসেল আলী, জিয়া মঞ্চের সভাপতি মোহাম্মদ রফিক, রহনপুর রিয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ কবির সুমন, সাবেক ছাত্রদল সভাপতি আব্দুর রাকিব, সাবেক ছাত্রনেতা মিলনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সভা শেষে ইঞ্জিনিয়ার খোকন নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কারের লিফলেট বিতরণ করেন। এসময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও পথসভায় অংশ নেন।
২০ সেপ্টেম্বর ২০২৫ ইং